Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ড

১।  প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-িইডিপি 4

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে এবং বলা যায় বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় একটি প্রগ্রাম এপ্রোচ কর্মসূচি। কার্যকর শিমু বান্ধব শিখনের মাধ্যমে একটি টেকসই, কার্যকর সমতা ভিত্তি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্যে। এই কর্মসূচির ফলে ৬টি ইতিবাচক রেজাল্ট পাওয়ার প্রত্যাষা করা হচ্ছে।ফলাফল ৬টি হলো:১।প্রথ্যাশিত শিখনফল ২। অংশগ্রহণমূলক ৩। বৈষম্য হ্রাসমূলক ৪।বিকেন্দ্রিকরণ ৫।বাজেটের সুষম ব্যবহার ৬। পরিকল্পনা এবং ব্যবস্থাপনা।

এই কর্মসূচিতে ব্যয় হবে ৮.৩ বিলিয়ন ডলার যার ১৪% অর্থাৱ ১.০৫৫ বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য।

এই কর্মসূচি মূলত মাঠ পর্যায়ে বাস্তায়িত হবে। এর ফলে প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাবে।